ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জবিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিভিন্ন আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তার প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে হলের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. কাজী নাসিরউদ্দীন, হাউজ টিউটরবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো: ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

পরবর্তীতে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জগন্নাথ শাখা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এবং ছাত্রলীগ নেতাকর্মীরা।

>>>  খাদিজার কারাবন্দির এক বছর! মুক্তির দাবিতে জবি'র সহপাঠীরা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :