জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপানে ভর্তি ও স্কলারশিপ সহ বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ আগস্ট (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের নিকট সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের চিফ মডারেটর ড. মো. মহিউদ্দীন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মোজাম্মেল হক সহ সংগঠনটির সভাপতি তাসপিয়া ইসলাম ও সাধারণ সম্পাদক রানা ইসলাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত সেমিনারে বিশেষ বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপানের ম্যানেজার অব দ্য এডমিশনস মি. টোরু ওয়াদা।