ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গুচ্ছ ভর্তিচ্ছুদের পাশে জবি ছাত্রলীগ

দৈনিক স্লোগান, ক্যাম্পাস

দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ।

শনিবার (২৭ মে) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন এবং শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, ঘড়িসহ অন্যান্য মূল্যবান সামগ্রী সংরক্ষণের ব্যবস্থা করা হয় ছাত্রলীগের পক্ষ থেকে। পাশাপাশি শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে ফ্রি ‘জয় বাংলা বাইক সার্ভিস’ প্রদান করে এই ছাত্র সংগঠনটি।

জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন ও শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, ঘড়িসহ অন্যান্য মূল্যবান সামগ্রী সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদেরকে জরুরি ভিত্তিতে কেন্দ্রে পৌঁছে দিতে ফ্রি ‘জয় বাংলা বাইক সার্ভিস’ সহ প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে।’

তিনি বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা। মেধার ভিত্তিতে যারা ভর্তিতে যোগ্য হিসেবে বিবেচিত হবে তাদেরকে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অগ্রীম অভিনন্দন ও শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

>>>  শিক্ষার্থীদের ৫৫ লাখ টাকা বৃত্তি দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :