ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টাইব্রেকারে জিতল মেসিরা, প্রথমবার চ্যাম্পিয়ন মিয়ামি

ন্যাশভিল এসসিকে হারিয়ে লিগস কাপের শিরোপা জিতে নিয়েছে মেসির ইন্টার মিয়ামি। ফলে প্রথমবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ পেল ইন্টার মিয়ামি। টাইব্রেকারে ১০-৯ গোলে জিতেছে মেসি বাহিনী।

ন্যাশভিলের ঘরের মাঠের ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতায় ছিল।

ম্যাচের ২৩তম মিনিটে ন্যাশভিলের কয়েকজন খেলোয়াড়কে বোকা বানিয়ে বাঁ পায়ের দারুণ শটে গোল করেছেন মেসি, মিয়ামি এগিয়ে যায় ১-০ গোলে। লিড নিয়েই বিরতিতে যায় মিয়ামি।

বিরতির পর দারুণভাবে ম্যাচে ফিরে আসে ন্যাশভিল। একের পর এক আক্রমণে গোলও আদায় করে নেয় তারা।

স্যাম সুরিজের কর্নারে বক্সের ভেতর থেকে সহজ হেড করে বল জালে জড়ান হাইতির উইঙ্গার। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাটি গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে দুদলই শট নেয় ১১টি করে। এর মধ্যে মিয়ামি মিস করে ১টি, আর ন্যাশভিল মিস করে ২টি।

ফলে টাইব্রেকারে ১০-৯ গোলের ব্যবধানে জয়ী হয় মিয়ামি। আসরে ১০ টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি।

>>>   মেসি এখন সৌদিতে

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :