ইন্টার মিয়ামির জার্সিতে লিওনেল মেসির জাদু থামছেই না। আজ সোমবার সকালে লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে এফসি দালাসকে হারিয়েছে ইন্টার মিয়ামি। নির্ধারিত সময়ে দুই দলের লড়াই ৪-৪ গোলের সমতায় থাকে। পরে সরাসরি পেনাল্টি শুট-আউটে দালাসকে ৫-৩ গোলে হারায় মিয়ামি।
আর এই জয়ে লিগস কাপে শেষ আটে চলে গেছে লিউনেল মেসির দল।
ম্যাচের ষষ্ঠ মিনিটে মেসির পা ছুঁয়ে আসে প্রথম গোলটি। তবে প্রথমার্ধেই ২-১ গোলে লিড নিয়ে নেয় দালাস। ৩৭তম মিনিটে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্দো কুইগনোন আর ৪৫ তম মিনিটে তানজানিয়ার বার্নার্ড কামুনগো।
ম্যাচের ৬৩ তম মিনিটে দালাস যায় তৃতীয় গোলটি। ফ্রি-কিক থেকে আসা বলে পা ছুঁইয়ে বল জালে জড়ান ২১ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার আলান ভালেসকো। তার ঠিক ২ মিনিট পরই জর্দি আলবার বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান ৩-২ করে নেয় মিয়ামির বেঞ্জামিন ক্রিমাশ্চি। আর ৬৮তম মিনিটে রবার্ট টেইলর আত্মঘাতী গোল করে বসলে দালাস এগিয়ে যায় ৪-২ ব্যবধানে।এর পরই শুরু হয় মেসি-ম্যাজিক!
৮০তম মিনিটে মেসির নেওয়া দুর্দান্ত এক ফ্রি-কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান দালাসের মার্কো ফারফান। আর ৮৫তম মিনিটে ফ্রি-কিক থেকে সরাসরি গোল করে মিয়ামিকে ৪-৪ গোলে সমতা এনে দেন মেসি। এরপর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম শটটি নেন মেসি, করেন দারুণ এক গোল। মিয়ামির পাঁচজনই গোল করেন, আর দালাসের পমিক্যাল পেনাল্টি মিস করেন।
ফলে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে লিগস কাপের শেষ আটে জায়গা করে নেয় ইন্টার মিয়ামি।