ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে শরিফ মিয়া (২৮) নামে স্থানীয় এক মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে গৌরীপুর-শাহগঞ্জ সড়কের দাড়িয়াপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি একজন ধান ব্যবসায়ী ছিলেন। শরিফের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে বইছে শোকের মাতম। এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ জানান- ঘটনারদিন শরিফ মিয়া মোটর সাইকেলযোগে বাড়ি থেকে গৌরীপুর শহরের উদ্দেশে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপ ভ্যানটিকে জব্দ করেছে স্থানীয় লোকজন।

>>>  সময় ও একাত্তর টিভি বয়কটে বিএনপির ঘোষণায় অ্যাটকোর উদ্বেগ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :