ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে শ্রাবণী আক্তার (১০) ও মাইশা মনি (৭) নামে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে হচ্ছে চাচাতো বোন।

বুধবার (৩০আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শ্রাবণী আক্তার মামুদনগর গ্রামের নূরুল ইসলামের মেয়ে ও মাইশা মনি (৭) রিপন মিয়ার মেয়ে। শ্রাবণী শেখ খমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি ও মাইশা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। একসাথে পানিতে ডুবে দুই শিশুর হৃদয় বিদারক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারসহ এলাকায় স্থানীয় লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

নিহত মাইশা মনির বাবা রিপন মিয়া জানান, ঘটনারদিন সন্ধ্যার পূর্বে মাইশাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে তার পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পেছনে পুকুর পাড়ে মাইশার জুতা দেখতে পান তারা। এসময় পুকুরে নেমে মাইশাকে পানির নিচ থেকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

নিহত শ্রাবনী আক্তারের বাবা নুরুল ইসলাম জানান- ঘটনারদিন বিকালে মেয়েকে নিয়ে একসঙ্গে ভাত খেয়ে দোকানে এসেছিলেন তিনি। ভাতিজি মাইশা মনির সঙ্গে নিখোঁজ ছিল তার মেয়ে শ্রাবণী। মাইশা মনিকে পুকুরে পানির নিচ থেকে উদ্ধারের কিছুক্ষণ পর তার মেয়ে শ্রাবণীর মরদেহ উদ্ধার করা ওই পুকুর থেকে।

>>>  রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :