ঢাকা, মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হলেও চারজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার (২৮ নভেম্বর) মধ্যেরাতে এই ঘটনা ঘটেছে।

ধসে পড়া নির্মাণাধীন ভবনের সকল শ্রমিকই বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। বুধবার (২৯ নভেম্বর) দেশটির কয়েকটি সংবাদমাধ্যমের জেরে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে মালয়েশিয়ার পেনাংয়ের বায়ান লেপাসে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে।

দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রাথমিক বক্তব্যে বলে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ১৮ জনের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে বলেও জানায়।

পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান দাতুক মোহাম্মাদ উসুফ জান মোহাম্মাদ জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান ও অন্য একজন হাসপাতালে মারা যান।

এই বিষয়ে পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেছেন, ধসে পড়া ভবনের কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধারকাজ বেশ কঠিন হয়ে পড়েছে।

>>>  অধ্যাপক আবু সাইদের জন্য...

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :