ঢাকা, শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কয়েকদিন দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হচ্ছে। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টায় সভা শেষে এমন সিদ্ধান্ত জানিয়েছে।

মেডিক্যাল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন,প্রায়  দেড় মাস পর খালেদা জিয়া হাসপাতালে এসেছেন। গত দু’দিনে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।

পুরো চেকআপ করা হয়েছে। এখন সেসব পরীক্ষার রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তার রিপোর্টে লিভারের সমস্যাসহ ইউরিন ইনফেকশন রয়েছে। এছাড়া এখিন খালেদা জিয়ার জ্বর রয়েছে।

বৈঠকে খালেদা জিয়ার আল্ট্রাসনোগ্রাম এবং রক্ত পরীক্ষার যেসব রিপোর্টের ফলাফল পাওয়া গেছে সেসব রিপোর্টের পর্যালোচনা করা হয় ও শুক্রবারে আবার খালেদা জিয়ার আল্ট্রাসনোগ্রাম করা হয়েছে। 

তিনি জানিয়েছেন, খালেদা জিয়াকে আরও ২ থেকে ৩ দিন হাসপাতালে থাকতে হবে। লিভারের কিছু চিকিৎসা দেশে নেই। তাই মেডিক্যাল বোর্ড তাকে উন্নত সেন্টারে চিকিৎসা নেওয়ারও পরামর্শ দিয়েছে।

বোর্ড এই পর্যন্ত তিন দফায় বৈঠক করেছে। যেখানে দেশি এবং বিদেশি ১২ জনের অধিক চিকিৎসক অংশ নিয়েছেন।

এদিকে, সন্ধ্যায় দলীয় প্রধানের চিকিৎসা ও তার শারীরিক খোঁজ-খবর নিতে হাসপাতালে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও খালেদা জিয়ার জন্য অনুষ্ঠিত মেডিক্যাল বোর্ড বৈঠকে উপস্থিত ছিলেন।

>>>  জবির আইন অনুষদ ছাত্রলীগের ইফতার বিতরণ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :