ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নৌকা ও পদ্মা সেতুর আদলে প্রস্তুত হচ্ছে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ

আগামী ১৩ নভেম্বর খুলনায় আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা  । ঐতিহাসিক খুলনা সার্কিট হাউজ মাঠে ঐ দিন বেলা ২টায়  জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনী উপলক্ষে  চলছে মঞ্চ তৈরির কাজ।এবারের জনসভার মঞ্চ তৈরি হবে নৌকা ও পদ্মা সেতুর আদলে বলে জানাগেছে।

দলীয় নির্ভরযোগ্য সূত্রে  জানা যায়, আগামী ৯ নভেম্বর খুলনায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। যদিও সফরসূচির তারিখ পরিবর্তন হয়ে প্রথমে ১১ নভেম্বর ও সর্বশেষ ১৩ নভেম্বর তারিখ চূড়ান্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ১৩ নভেম্বর তারিখে বেলা ২টায় ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সর্বশেষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তাঁর ওই জনসভাকে ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিশাল শোডাউনের প্রস্তুতি নিচ্ছে।

তথ্য অনুসন্ধানে জানাযায়, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে গত ১০ দিন যাবত খুলনা মহানগর, জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মূল দলের পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি সভা, বর্ধিত সভা ও কর্মীসভা কর চলেছেন। যদিও বৃহত্তর খুলনা অঞ্চলের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অভিভাবক হিসেবে পরিচিত প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি নিজে উপস্থিত থেকে জনসভা সফল করতে সকল প্রস্তুতিমূলক কর্মসূচীর তদারকি করছেন। যদিও ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বেশ কয়েকজন খুলনায় এসে প্রস্তুতি সভা করেছেন।

প্রতিবেদনকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, গত কয়েকদিন দিন আগে থেকে সার্কিট হাউজ মাঠে আবাহনী ক্রীড়া চক্রের সামনে নৌকা ও পদ্মা সেতুর আদলে বিশালাকৃতির মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। চলছে মাঠ তৈরির প্রস্তুতি। জনসভাস্থলে আগত নেতাকর্মীদের জন্য সার্কিট হাউজ মাঠে রাখা হয়েছে অসংখ্য ভ্রাম্যমাণ টয়লেট। সার্কিট হাউজের আশপাশের সড়কগুলোতে কার্পেটিং করা হচ্ছে। সার্কিট হাউজের চারপাশের ড্রেনের কাভারগুলো রঙ করা হচ্ছে।

আ’ লীগের খুলনা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানাযায়, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে খুলনা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত। খুলনার মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রতিনিয়ত চলছে কর্মীসভা, প্রস্তুতি সভা। ব্যানার ও তোরণে সেজেছে গোটা নগরী। খুলনা সার্কিট হাউজ মাঠে নৌকা ও পদ্মাসেতুর আদলে চলছে মঞ্চ তৈরির কাজ।

>>>  রাণীনগরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রীর জনসভা বৃহত্তর খুলনা অঞ্চলের স্মরণকালের সবচেয়ে বড় জনসভায় পরিনত হবে বলে আশাবাদ ব্যক্ত করে জানান, আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি অব্যহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :