ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ৩৬% প্রবৃদ্ধি

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি আয়ে শীর্ষেস্থানে উঠে এসেছে বাংলাদেশ। মার্কিন সরকারের অফিস অব দ্য টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) প্রকাশিত তথ্যে এই তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার এ তথ্য পাঠিয়েছে তৈরি পোশাক প্রস্তুত এবং রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

ওটেক্সার তথ্য অনুযায়ী, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মার্কিন বাজারে অর্থের দিক দিয়ে বাংলাদেশের পোশাক রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩৬.৩৮ শতাংশ, যেখানে চীনের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১০.৮৩ শতাংশ।

এর আগে ইউরোস্ট্যাটের তথ্য অনুসারে, ইউরোপের বাজারে রপ্তানির শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ইইউয়ে পোশাকের রপ্তানি বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৫.৬৯ শতাংশ।যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান পোশাক আমদানিকারক।

গত পাঁচ বছরে (২০১৭ থেকে ২০২২) বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি প্রায় ১৩.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে বিশ্বের অন্য দেশগুলোতে বার্ষিক আমদানি বেড়েছে মাত্র ৪.৫০ শতাংশ।

ওটেক্সার তথ্যে অনুযায়ী, ২০২২ সালে বিশ্ব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি বছরে ২২.৪৮ শতাংশ বেড়েছে ও ২০২১ সালে মার্কিন ডলার ৮১.৫৮ বিলিয়ন থেকে ৯৯.৯৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ থেকে পোশাক আমদানির ৯.৭৫ শতাংশ অংশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তৃতীয় বৃহত্তম পোশাকের উৎস, যা ২০২১ সালে ছিল ৮.৭৬ শতাংশ। ২০২২ সালে ইউএসএর বাংলাদেশ থেকে পোশাক আমদানি বছরে ৩৬.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্র ২০২২ সালে বাংলাদেশ থেকে ৯.৭৪ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, ২০২১ সালে এর পরিমান ছিল ৭.১৬ বিলিয়ন ও ২০১৮ সালে ছিল ৫.৪০ বিলিয়ন ডলার। প্রতি বর্গমিটার সমতুল্য পরিমাপ করা পরিমাণভিত্তিক পরিসংখ্যান দেখলে ইউএসএর পোশাক আমদানি বাংলাদেশ থেকে বছরে ২০.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০২১ সালে ২.৬০ বিলিয়ন থেকে ২০২২ সালে ৩.১৪ বিলিয়ন এসএমইতে পৌঁছেছে। অন্যদিকে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি ৩.১১ শতাংশ পরিমাণে কমেছে।

>>>  নতুন মজুরিতেই পোশাকশ্রমিকদের কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

একই সময়ে চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পোশাক আমদানির শীর্ষ উৎস এবং ২১.৭৫ শতাংশ শেয়ার রয়েছে, ২০২২ সালে ডলারের মূল্যে ১০.৮৩ শতাংশ বছর বছর বৃদ্ধি পেয়েছে। চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ২০২২ সালে ২১.৭৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০২১ সালে ছিল ১৯.৬০ বিলিয়ন মার্কিন ডলার, ২০১৮ সালে ছিল ২৭.৩৭ বিলিয়ন মার্কিন ডলার।

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি ফারুক হাস বলেন, বাংলাদেশ ইউরোপের বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক। আমেরিকায়ও হিস্যা বেড়েছে ৮.৫ থেকে ৯.৭৫ শতাংশ। পোশাক রপ্তানির পরিমাণ, একক মূল্য এবং উচ্চমূল্যের পোশাকের রপ্তানি বেড়েছে। তবে শঙ্কা হলো বিশ্বের অন্য দেশগুলোর মতো ২০২৩ সালে এসে তা কমবে। এর জন্য ভরসা উচ্চমূল্যের পোশাক রপ্তানি বাড়ানো।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :