ঢাকা, শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণ ভারতে পর্যটন ট্রেনে আগুন, নিহত ১০

ভারতের তামিলনাড়ুতে একটি পর্যটন ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ যাত্রী। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার (২৬ আগস্ট) ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। 

রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীরা ট্রেনের কামরার মধ্যেই ‘অবৈধভাবে গ্যাস সিলিন্ডার’ ব্যবহার করে রান্না করছিলেন। সেখান থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন দ্রুতগতিতে চারদিকে ছড়িয়ে পড়ে।

মাদুরাই জেলা কালেক্টর এমএস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এরইমধ্যে স্থানীয় পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানো এবং ল বগি থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো উদ্ধার করেছে।

দক্ষিণ রেলওয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে এই আগুনের সূত্রপাত। প্রায় আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। অবশেষে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি একটি প্রাইভেট পার্টি কোচ (পর্যটন কোচ) ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেল স্টেশনের বাইরে। আগুন লাগার পরপরই অনেক যাত্রী কোচ থেকে নেমে পড়েন। 

ট্রেনটি গত ১৭ আগস্ট লখনউ থেকে যাত্রা শুরু করেছিল। আগামীকাল পৌঁছানোর কথা ছিল চেন্নাইতে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে গ্যাস সিলিন্ডারও একটি আলুর ব্যাগ উদ্ধার করা হয়েছে। এতেই প্রমাণ হয়, যাত্রীরা ট্রেনে রান্না করছিলেন।   

ঘটনার প্রকৃত কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে রেল কর্তৃপক্ষ এবং পুলিশ।  

>>>  ঢাকায় ভূমিকম্প অনুভূত

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :