ভারতীয় চিত্রনায়িকাদের মধ্যে বেশ আতঙ্ক ছড়াচ্ছে ‘ডিপ ফেক’ ভিডিও কে কেন্দ্র করে। দিন দিন বেড়েই চলেছে এ ধরনের ভিডিও প্রকাশ।
কিছুদিন আগে দক্ষিণী চলচ্চিত্রের নায়িকা রাশমিকা মান্দানার ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়েছে। তার কিছুদিনের মধ্যেই ক্যাটরিনা কাইফের ডিপ ফেক ভিডিও আলোড়ন তৈরি করে। এসব নিয়ে হৈচৈ পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী কাজলের ডিপ ফেক ভিডিও। এ নিয়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে চলছে তোলপাড়।
কাজল পোশাক পরিবর্তন করছেন- এমন ডিপ ফেক ভিডিও নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা। যদিও ভিডিওটি মোটেই কাজলের নয়, বরং একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। ওই ভিডিওটিতেও এআই এর মাধ্যমে কাজলের মুখ বসানো হয়েছে।