ঢাকা, শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তিনদিনে দুই ট্রাক পেঁয়াজ এসেছে বেনাপোল বন্দরে

ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পরপরই বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগআঁচড়ায় খুচরা এবং পাইকারি বাজারে বেড়ে গেছে পেঁয়াজের দাম। কমেছে আমদানি। গত তিনদিনে বন্দর দিয়ে মাত্র দুই ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। ফলে মঙ্গলবার সকাল থেকে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বাড়তি দামে দিশেহারা ক্রেতারা। দাম আরো বাড়বে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ চেয়েছে তারা।

ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাড়ানোর ঘোষণার পরই এর প্রভাব পড়েছে আমদানির বাজারে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এর মধ্য ভারত থেকে আমদানি হয় ৭ থেকে ৮ লাখ টন। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে দ্রুত সরকারি পদক্ষেপ চেয়েছেন ক্রেতারা।

বেনাপোল বাজারের পাইকারি ব্যবসায়ী মুজিবর রহমান বলেন, আমদানি নেই। চাহিদা বেশি। তাই দাম বাড়ছে। বেশি দামেও পেঁয়াজ মিলছে না।
তিনি বলেন, ভারতে পেঁয়াজের উপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় অনেকে পেঁয়াজ আমদানিতে উৎসাহ দেখাচ্ছে না। এ কারণে বাজার ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। পর্যাপ্ত পেঁয়াজ আমদানি করা না হলে দাম কমার কোনো সম্ভাবনা নেই।

বেনাপোল বাজারে পেঁয়াজ কিনতে এসেছেন মনির হোসেন। তিনি বলেন, গত তিন দিন থেকেই পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। গত সপ্তাহে ৪০-৪৫ টাকা কেজি কিনেছি। আজ বাজারে এসে দেখি ৭০ থেকে ৮০ টাকা।

নাভারন বাজার থেকে পেঁয়াজ এর ক্রেতা ওসমান গণি বলেন, প্রতিদিনই তো কাঁচা বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলেছে। কিন্তুু পেঁয়াজ কেনার মত অবস্থা নেই। তিন দিনে দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। কি করবো এখন অল্প করে কিনছি। দাম একটু কমলে বেশি পরিমাণে কিনবো।

বেনাপোলের খুচরা পেঁয়াজ বিক্রেতা সালাউদ্দিন বলেন, দুই সপ্তাহ আগে পাইকারি পেঁয়াজ কিনেছি ৪০-৪২ টাকা কেজি দরে। তখন বিক্রি করেছি ৪৫-৫০ টাকা কেজি। তিন দিনের ব্যবধানে পাইকারিতে দাম বেড়ে হয়েছে ৬৫ থেকে ৭৫ টাকা। এখন বিক্রি করছি ৭০-৮০ টাকা কেজি দরে।

>>>  শুল্ক আরোপের খবরে বাড়ল পেঁয়াজের দাম

বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে ১৫/২০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হলেও গত তিন দিনে মাত্র দুই ট্রাক  পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে ভারত থেকে। ভারতে বাড়তি শুল্ক দিয়েই এ পেঁয়াজ আমদানি করেন আমদানিকারবকরা।

উল্লেখ্য, ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত সরকার। শনিবার (১৯আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়। এই সিদ্ধান্ত ৩১ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :