ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চলতি বছরে ৮ বার পরিবর্তন হয়েছে এলপিজির দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারো বেড়েছে। আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে এক হাজার ১৪০ টাকা নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এই নির্ধারিত দাম কার্যকর করা হয়।

চলতি বছরে এখন পর্যন্ত আটবার এলপিজির দাম নির্ধারণ করেছে বিইআরসি।

এর মধ্যে তিনবার বাড়ানো হয়েছে ও পাঁচবার এলপিজির দাম কমানো হয়েছে। তিনবারে বেড়েছে ৪৬৪ টাকা সেইসাথে পাঁচবারে কমেছে ৬২১ টাকা। জানুয়ারি মাসে ৬৫ টাকা কমে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় এক হাজার ২৩২ টাকা, ফেব্রুয়ারিতে ২৬৬ টাকা  দাম বাড়িয়ে নির্ধারণ করা হয় এক হাজার ৪৯৮ টাকা, মার্চে ৭৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক হাজার ৪২২ টাকা, এপ্রিলে ২৪৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক হাজার ১৭৮ টাকা, মে মাসে ৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক হাজার ২৩৫ টাকা, জুনে ১৬১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক হাজার ৭৪ টাকা এবং জুলাইয়ে ৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৯৯৯ টাকা।

গতকাল বিইআরসি হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন।

এই সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান এবং বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ৯৪ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম বেড়েছে। যদিও বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে ভোক্তাকে কিনতে হয় বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে।

>>>  রমজানে পণ্যের দাম বাড়ানো ‘অত্যন্তগর্হিতকাজ’: প্রধানমন্ত্রী

বাজার ঘুরে সেই অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।

এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসেরও দাম বেড়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫২ টাকা ১৭ পয়সা, যা গত মাসে ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগস্ট মাসের জন্য সৌদি আরামকোর প্রপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৪৭০ মার্কিন ডলার ও ৪৬০ মার্কিন ডলার। প্রপেন এবং বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৪৬৩ মার্কিন ডলার বিবেচনায় আগাস্ট মাসের জন্য এলপিজি এবং অটোগ্যাসের ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন এবং বিউটেনের দামের সাথে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালে দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :