প্রান্তিক জনগোষ্ঠির সড়ক যোগাযোগের উন্নতি লক্ষে সারাদেশে ১৫০টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নওগাঁর বদলগাছী উপজেলার জয়পুরহাট- আক্কেলপুর-বদলগাছী জেলা মহাসড়কে নির্মিত বিষ্ণুপুর সেতুর উদ্ধোধন হয়।
বৃস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের ন্যায় বিষ্ণুপুর সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন,
বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু খালেদ বুলু, বদলগাছী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আতিয়া খাতুন , নওগাঁ সড়ক বিভাগের এসডি নূরে আলম সিদ্দিক, নওগাঁ সড়ক বিভাগের এসও মোঃ রায়হান হোসেন,
কোলা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম স্বপন,আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম পল্টন, কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান,মিঠাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিল ফকির,যুবলীগ নেতা সেলিম, শ্রমিকলীগ নেতা মোস্তফা শাহরিয়া সহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।