সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল-জাফলং মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় মোশারফ হোসেন (২৪) নামের একজন পথচারী নিহত হয়েছেন। পেশায় তিনি ছিলেন ট্রাকচালক ।
রোববার (৩০ জুলাই) বিকেলে উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এই দুঘর্টনাটি ঘটে।
নিহত মোশারফ হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পৈায়াবাড়ি গ্রামের কামাল হোসেনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ট্রাকচালক মোশারফ হোসেন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এসময় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। পরবর্তীতে হাইওয়ে পুলিশের একটি দল তার লাশ উদ্ধার করে থাকে।