নড়াইলের পল্লিতে বিবাদমান জমির পাট কাটাকে কেন্দ্র করে রাধা মাধব নামে একজন কৃষক নিহত হয়েছে। উভয় পক্ষের পুরুষ নারিসহ আহত -১০ ও আটক হয়েছে তিন জন।
হাসপাতাল আহত ও সরোজমিনে প্রাপ্ততথ্য সুত্রে জানা যায়,-বুধবার (১৬ আগস্ট) সকালে নড়াইল সদরের কলোড়া ইউনিয়নিয়নের বাহিরগ্রামের ছালাম শেখের নেতৃত্বে শেখহাটি ইউনিয়নের দেভোগ মাঠের বির্তকিত জমির পাট কাটতে থাকে।
এ সময় দেভোগ গ্রামের রাধা মাধব বিশ্বাস (৯০)দূর্লভ বিশ্বাস (৭৫),রামচন্দ্র বিশ্বাস(৪৫)সুফল বিশ্বাস(৩৫)স্মৃতি রানী বিশ্বাস(২৮) পাট কাটতে বাধাদেয়। এক পর্যায় ছালাম শেখের নেতৃত্বে দেশীয় দারালো অস্ত্র লাঠি নিয়ে আক্রমন করে। আহতরা নড়াইল সদর হাসপালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রাধা মাধব বিশ্বাস মারা যায়।
হাসপাতালে ভর্তি আহত সুফল বিশ্বাস সাংবাদিক দেরকে জানায়,- আহতদের সদর হাসপাতালে ভ্যানে করে আনার পথে বাহিরডাঙ্গা মুলিয়া সড়কের মুলিয়ার গুচ্ছ গ্রামের কাছে আহতদের বহনকারী ভ্যানে ২য় দফা হামলা চালায়।
তিনি আরো জানান,- রোগি বহনকারি ভ্যানে ইজিবাইক দিয়ে আঘাত করে। এ বির্তকিত জমি নিয়ে আদালতে মামলা নিষেধাজ্ঞা চলমান।
অপর পক্ষ ছালাম শেখ (৬২)সহ পুত্র ইমরান শেখ (৩০), আলম শেখ(২৬) ইমন শেখ(২২) পুলিশ হাসপাতালে এছাড়াও যে ইজিবাইক দিয়ে রোগি বহনকারি ভ্যান আঘাত করে সটাও থানায় নিয়েছে।আহত ছালাম শেখের স্ত্রী মোমেনা (৪৫) চিকিৎসাধীন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওবায়দুর রহমান আগে হাসপাতালে আসেন পরে তিনি ঘটনাস্থলে রয়েছেন।