ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরান ঢাকায় সাভার পরিবহনে আগুন

রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও বাসের অধিকাংশ অংশ পুড়ে গেছে।

বুধবার(১৩ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানী ঢাকার বাহাদুর শাহ পার্ক সংলগ্ন কবি নজরুল কলেজের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে সাভার থেকে বাসটি সদরঘাটের উদ্দেশ্য আসছিল।

একপর্যায়ে কবি নজরুল কলেজের সামনে আসলে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়া মাত্রই বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে শুরু করে। মুহূর্তেই বাসটির ভেতরের সিট, লাইট, ফ্যানসহ বেশিরভাগ অংশ ভস্মীভূত হয়ে যায়।

বাসচালক রাসেল মিয়া বলেন, ‘দুপুর ১২টার দিকে আমি যাত্রী ভর্তি বাস নিয়ে কবি নজরুল কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম।এমন সময় পেছন থেকে যাত্রীদের আগুন আগুন বলে চিৎকার করতে শুনি। পরে বাস থামানো মাত্রই দেখি, বাসের ভেতর আগুন জ্বলছে। সবাই দ্রুত আতঙ্কিত হয়ে নেমে পড়ে।’

বাসের সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, ‘দুপুর ১২টায় দিকে সাভার পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণের জন্য সাহায্য করে।এবং কোনো যাত্রী হতাহত হয়নি।’

>>>  গোদাগাড়ীতে বাড়ীতে মাদক রেখে ৫ লাখ টাকা দাবি পুলিশের

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :