মানিকে মাগে হিতে’ শিরোনামের একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল শ্রীলঙ্কান এক গায়িকা। যার নাম হচ্ছে ইয়োহানি ডি সিলভা। সিংহলি ভাষায় এই গানটি গেয়ে উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
মাত্র ১৮ বছর বয়সী এই তরুণী এবার দেখা করলেন বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ টি-টোয়েন্টি এবং টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের সাথে।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন টাইগার এই অলরাউন্ডার। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতিয়েছিলেন ইয়োহানি।
বিশ্বসেরা এই অলরাউন্ডারকে কাছে পেয়ে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেনি ইয়োহানি। সাকিবের সাথে তোলা ছবি নিজের ফেসবুক পেজে পোষ্ট করেছেন ভাইরাল এই সংগীত শিল্পী।
সাকিবের সাথে সময়টা দারুণ কেটেছে ইয়োহানির। ‘সিংগিং চ্যালেঞ্জ’ নামের একটি গেম শোতে বাংলাদেশ দলের অধিনায়ককে গান গাওয়ার চ্যালেঞ্জও জানিয়েছেন ইয়োহানি।
তবে কোন গানটি গাইতে বলা হয়েছে সেটা এখনও প্রকাশ করা হয়নি। শীঘ্রই সাকিব ও ইয়োহানির ওই মুহুর্তের ভিডিও এলপিএলের ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ইয়োহানি ডি সিলভা জন্মসূত্রে শ্রীলংকান। তিনি গান লেখেন, সুর করেন এবং কণ্ঠও দিয়ে থাকেন । নিয়মিত স্টেজ শো করেন। এর আগে তার গাওয়া আরেকটি গান ভাইরাল হয়েছিল ফেসবুকে।
তবে অনেক আগে থেকেই ইউটিউবে গান গেয়ে জনপ্রিয় ইয়োহানি। তার বাদ্যযন্ত্রের ব্যবসাও রয়েছে। বিদেশি বাদ্যযন্ত্র আমদানি করে শ্রীলংকায় বিক্রি করে থাকেন তিনি। স্থানীয় তৈরিকৃত বাদ্যযন্ত্র রফতানি করেন অন্য দেশে।