এল ক্ল্যাসিকোর লড়াইয়ে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। গতকাল ভোরে টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। বার্সেলোনার পক্ষে একটি করে গোল করেন ওসমান ডেম্বলে, ফারমিন লোপেজ ও ফেরান তোরেস। প্রীতি ম্যাচে এল ক্ল্যাসিকোর লড়াইয়ে রিয়াল মাদ্রিদ শেষবার জয় পেয়েছে ১৯৯১ সালে।
এরপর চার ম্যাচ খেলে তিনবারই জয় পেয়েছে বার্সেলোনা। একবার ড্র করেছে উভয় দল।
ম্যাচে বার্সেলোনা সুযোগ কাজে লাগাতে পারলেও রিয়াল মাদ্রিদ পারেনি। ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ (৫৩-৪৭)পয়েন্টে।
পাসিংয়েও তারাই এগিয়ে ছিল। এমনকি আক্রমণের সংখ্যায়ও রিয়াল মাদ্রিদ এগিয়ে (২৯-১২)। তবে গোলের সুযোগ তৈরি এবং তা কাজে লাগানোর দিক দিয়ে এগিয়ে গেছে বার্সেলোনা। জয়ের পর বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘আশা করি সামনে আমরা আরও শক্তিশালী হতে পারব।
ফলাফল নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত’।