প্যারিসে গতরাতে অমরত্ব পেয়েছেন লিওনেল মেসি। সবচেয়ে বেশিবার বালন দ’র জয়ের রেকর্ড তো অনেক আগে থেকেই তাঁর, দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি বালন দ’র মেসিরই ক্যারিয়ারজুড়ে প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর। কাল মেসি জিতলেন নিজের অষ্টম বালন দ’র। ফ্রান্স ফুটবল এই ‘৮’-এর কাব্যিক বর্ণনায় ইংরেজি সংখ্যা এইটকে ঘুরিয়ে বানিয়েছেন ‘ইনফিনিটি’র চিহ্ন। দুই শব্দে বুঝিয়েছে পুরস্কারটার মাহাত্ম্য ‘মেসি ইনফিনিটি।’
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর মেসিই যে বালন দ’র জিতবেন, তা নিয়ে শঙ্কা আগে।থেকে ছিল না। ফিফার বর্ষসেরার পুরস্কার এবার আর জিতবেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কারণ আর্জেন্টিনা ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পরপরই জানুয়ারিতে ফিফার বর্ষসেরার পুরস্কার দেওয়া হয়েছিল। ফ্রান্স ফুটবলের দেওয়া বর্ষসেরার পুরস্কার বালন দ’র তখন দেওয়া হয়নি, এবার সেই পুরস্কারে তাই বিশ্বকাপ ও আর্জেন্টিনাকে সে শিরোপা এনে দেওয়ার পথে মেসির ইতিহাসগড়া পারফরম্যান্সই যে ভোট পাবে, তা অনুমিতই ছিল।
কিন্তু সবার অনুমান তো আর এক নয়। বর্ষসেরার পুরস্কার বলুন আর সর্বকালের সেরার বিতর্ক, সেখানে ব্যক্তিগত পছন্দ-অপছন্দই দিন শেষে নির্ধারক হয়ে ওঠে। তা মেসি বালন দ’র জেতার পর স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের সাংবাদিক তমাস রনচেরো ভিডিওবার্তায় সমালোচনা করে বলেছেন, মেসির এই পুরস্কার জেতা উচিৎ হয়নি। এটাও হয়তো অত গুরুত্ব পাওয়ার মতো কিছু নয়। তবে এই পোস্টই এখন আলোচনার টেবিলে ঝড় তুলছে, কারণ ইনস্টাগ্রামে ওই ভিডিওবার্তায় লাইক আর কমেন্ট আছে একজনের – ক্রিস্টিয়ানো রোনালদো! পোস্টে লাইক তো দিয়েছেনই, নিচে কমেন্টেও চারটি অট্টহাসির ইমোজি জুড়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।