বিশ্বকাপ ব্যর্থতার পর এবার প্রথমবার জাতীয় দলের নির্বাচক ও দলের টিম ডিরেক্টরদের সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। যদিও কী কারণে এই বৈঠক তা জানা যায়নি।
আজ বুধবার দুপুরে সাকিব এসেছেন বিসিবিতে।
শেরে-ই বাংলায় আসার পর শুরুতে ক্রিকেট অপারেশন্স রুমে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।
বিসিবি সূত্রে জানা যায়, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকে বসেছেন তিনি।
মিরপুরে মোসাদ্দেক হোসেন সৈকত ও এনামুল হক বিজয়ের সাথেও দেখা গেছে সাকিবকে। সেই ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মোসাদ্দেক।
এদিকে, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে চোটের কারণে এই সিরিজে থাকছেন না অধিনায়ক সাকিব। এছাড়া খেলছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও।