ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপ ব্যর্থতায় সংবাদ মাধ্যমের দায় দেখছেন বিসিবি

সেমিফাইনালের আশা নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশ দলকে। বিশ্বকাপ ব্যর্থতার কারণ হিসেবে অনেকগুলো বিষয় সামনে উঠে আসছে। এর মধ্যে অন্যতম বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টসকে দেওয়া সাকিব আল হাসানের সেই বিস্ফোরক সাক্ষাৎকার।

যেখানে বিভিন্ন বিষয়ে সরাসরি তামিম ইকবালের ওপর দায় চাপিয়ে দেন সাকিব।

বিশেষ করে ওয়ানডে অধিনায়কত্ব থেকে তামিমের সরে দাঁড়ানো ও বিশ্বকাপ দলে তামিমের না থাকা নিয়েও কথা বলেন সাকিব। ওই সাক্ষাৎকারের আগে বিশ্বকাপ দলে না থাকার ঘটনাপ্রবাহ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তামিম। সব মিলিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে দলের পরিবেশ ভারী করে তোলার মতো সব ধরনের উপকরণ ছিল দুজনের কথাবার্তায়।

এসব ক্ষেত্রে সংবাদমাধ্যমেরও দায় দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

আজ মিরপুরে তিনি বলেছেন, ‘এটার (বিশ্বকাপের আগে নানা ঘটনাপ্রবাহ) জন্য তাদেরকে (সাকিব-তামিম) যদি দোষারোপের আওতায় নিয়ে আসা হয়, তাহলে সেখানে আমাদের সংবাদমাধ্যমেরও ভূমিকা ছিল। এটা বলায় হয়তো আপনাদের কেউ আমাদের ওপর অসন্তুষ্ট হবেন। আমি বরাবরই বলি, সংবাদমাধ্যম আর আমরা সবাই একদিকে। আমাদের যে রকম ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগ আছে, আপনাদেরও এই সহযোগিতার জায়গাটা আছে।ক্রিকেট যদি থাকে, তখন আমরা সবাই থাকব। ক্রিকেট না থাকলে আমরা সবাই এই জায়গায় থাকতে পারতাম না। এই জায়গা থেকে চিন্তা করলে প্রশ্নগুলো না ওঠানোই ভালো ছিল।’

দুজনের তিক্ততার বিষয়গুলো সংবাদমাধ্যম হয়ে মানুষের কাছে না পৌঁছলে বিশ্বকাপে দল স্বস্তিতে থাকত বলে মনে করেন তানভীর আহমেদ টিটু, ‘সাকিব-তামিম তো নতুন ক্রিকেটার না। তারা তো তাদের চুক্তি সম্পর্কে ওয়াকিফহাল।

বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারের তালিকায় শুরুতেই তাদের নাম আসবে। তারা যে কাজগুলো করেছে বা যে সাক্ষাৎকারগুলো দিয়েছে, যেগুলো নিয়ে এত আলোচনা-সমালোচনা হয়েছে, সে জিনিসগুলো যদি না হতো বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট শুরুর আগে তাহলে হয়তো আমরা আরেকটু স্বস্তির জায়গায় থাকতাম। এই রকম যদি না হতো তাহলে ভালো হতো, এটা বলতে পারি।’

>>>  শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :