চোটে পড়েছেন সাকিব আল হাসান। অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে বিশ্রামে থাকতে হবে বাংলাদেশ অধিনায়ককে। তাই বিশ্বকাপের বাকি অংশে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।এদিকে সাকিবের বদলি খেলোয়াড় হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।
বাংলাদেশের হয়ে সবশেষ গত সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন এনামুল হক বিজয়। এশিয়া কাপের সেই ম্যাচে ভারতের বিপক্ষে ১১ বলে ৪ রান করেছিলেন এই টপ অর্ডার ব্যাটার। এর পর বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেললেও দলের জায়গা হয়নি তার। তবে এবার সাকিবের চোটে কপাল খুললো তার।বিশ্বকাপে টাইগারদের শেষ ম্যাচে অষ্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে দেখা যাবে তাকে।
বিস্তারিত আসছে…