ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শনিবার ঢাকায় ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করবে আওয়ামী লীগ

রাজধানীতে “শান্তি এবং উন্নয়নের সমাবেশ” করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শনিবার (৯ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে এই কর্মসূচি পালন করা হবে।

বুধবার ঢাকা মহানগর দক্ষিণের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী।

এদিকে একই দিনে ঢাকায় গণমিছিল করার কথা রয়েছে বিএনপির। বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিসহ দফাসহ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণমিছিল করবে দলটি।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণমিছিল করা হবে।

সরকারের পদত্যাগের দাবি করে বিএনপির সাথে যুগপৎভাবে আন্দোলনে থাকা রাজনৈতিক দল-জোটগুলোও এই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

বর্তমানে বিএনপির সাথে ছোট-বড় মিলে ৩৬টি রাজনৈতিক দল সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎভাবে আন্দোলন করছে। এছাড়া আরও কয়েকটি দল পৃথকভাবে আন্দোলন করছে।

>>>  খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে সরকার : ফখরুল

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :