ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী ও ছাত্রলীগকে কটুক্তি করায় মামলা

দৈনিক স্লোগান, রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য এবং কটুক্তি করা। পাশাপাশি ছাত্রলীগকে কুত্তালীগ বলা, দুই কানাডা-আমেরিকা প্রবাসীসহ চারজনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে আরো একটি মামলা করা হয়েছে। আজ সোমবার (৭ মে) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি করেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন।

মামলায় আসামিরা হলেন- ঢাকার জিগাতলা এলাকার বাসিন্দা কানাডার প্রবাসী মোস্তাফিজার রহমান টিটো, সবুজবাগ এলাকার আমেরিকা প্রবাসী নাজমুস সাকিব, একই এলাকার আনিছ মিয়া এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহিম আলী। এছাড়া  আরোও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

আদালতের বিচারক ড.আবদুল মজিদ মামলার আবেদনটি আমলে নেওয়া ও তদন্তের জন্য পুলিশ সুপার পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
 
মামলার এজাহার এবং বাদী সূত্রে জানা গেছে, কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটো, আমেরিকা প্রবাসী নাজমুস সাকিবসহ অন্যান্যরা বিভিন্ন সময়ে অনলাইন নাগরিক টিভি নামে ফেসবুকে থাকা একটি পেইজে টকশো করে আসছে। টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয়, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের একাধিক নেতা এবং ছাত্রলীগকে কুত্তালীগ বলা হয়। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এসব অপপ্রচার বন্ধ করাসহ মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য রটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত বিচার চেয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতে আরেকটি মামলা করা হয়েছে।

মামলার বাদী মহানগর রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন বলেন, মামলার আসামিরা দেশ এবং জাতির ক্ষতি করতে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছেন। আর ছাত্রলীগকে কুত্তালীগ বলা হচ্ছে। এই কারণে ছাত্রলীগের মানসম্মান আহত হয়েছে। তারা মিথ্যা তথ্য প্রচার করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে চায়। একারণে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে ন্যায় বিচারের আশায় মামলা করেছি। আমি চাই অতিদ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে।

>>>  খুলনা বিভাগে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা!

সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবি রুহুল আমিন তালুদার বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই এসপিকে তদন্ত করার আদেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :