ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে পুরুষরা বেশি আক্রান্ত, মারা যাচ্ছেন বেশি নারীরা

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, এখনও নির্মূল হওয়ার কোন আশা দেখা যাচ্ছে না। বরং বছরের বাকি সময়েও ডেঙ্গুর বিস্তার থাকবে বলে ধারণা করা হচ্ছে। ডেঙ্গুতে নারীর তুলনায় পুরুষরাই বেশি আক্রান্ত হলেও,কিন্তু মৃত্যু হারের দিক দিয়ে নারীরা এগিয়ে আছে। 

আজ রোববার (২০ আগস্ট) বেলা আড়াইটায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে এসব কথা জানান বলেন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. শাহাদাত হোসেন। এই সময় চলতি বছরের ডেঙ্গু সংক্রমণের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন তিনি। 

অন্তত দুই সপ্তাহ ধরে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমছে। ঢাকার বাইরে রোগী বাড়লেও সেই প্রবণতা গত সপ্তাহে কিছুটা কমে এসেছে। গত সপ্তাহে মোট ১৫ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৯৬৭ জন এবং ঢাকার বাইরে ৯ হাজার ৩৮৭ জন রোগী ভর্তি হন। 

গত সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ঢাকায় কমেছে, তবে বাইরে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গেলো সাতদিনে সারাদেশেই ডেঙ্গু আক্রান্তের হার কিছুটা কমে এসেছে। যেমন গেলো ৭ দিনে মুগদা জেনারেল হাসপাতালে গড়ে ৭০ থেকে ৯০ জন করে রোগী ভর্তি হয়েছে। চলতি মাসের শুরুর দিকে এই হার ছিলো প্রতিদিন ১৭০ থেকে ১৯০ জন। 

সবশেষ জুলাই মাসে ঢাকার দুই সিটি কর্পোরেশনেই ডেঙ্গুর সর্বোচ্চ প্রাদুর্ভাব ছিলো। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে নিম্নমুখী হতে শুরু করে আক্রান্তের হার। এখন ঢাকাসহ সারাদেশেই রোগীর সংখ্যা কিছুটা কমছে। কিন্তু কবে তা নির্মূল হচ্ছে ডেঙ্গু সেই বিষয়ে এখনও পরিষ্কার কোন সম্ভাবনা পাচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর। তাই শঙ্কা হয়তো বছর জুড়েই থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ। 

ডেঙ্গু সংক্রমণের ৩৩তম সপ্তাহ চলছে। ২৯ থেকে ৩০তম সপ্তাহের মধ্যে সর্বাধিক আক্রান্ত ছিল ঢাকায়। এর পর থেকে ঢাকায় আক্রান্তের সংখ্যা কমেছে। ঢাকার বাইরে ৩১-৩২তম সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা সর্বাধিক ছিল। তবে গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমছে। এখন ঢাকা মহানগরীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ৩১৫ জন রোগী ভর্তি আছেন।

>>>  সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি,বন্যার আশঙ্কা

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক মো. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গুতে ঢাকায় এবং ঢাকার বাইরে সম্ভবত সংক্রমণের চূড়ায় পৌঁছানো গেছে। আর কিছুদিন পর্যবেক্ষণ করলে বিষয়টি স্পষ্ট হবে।
এবার ডেঙ্গুতে পুরুষের আক্রান্তের হার ৬২ দশমিক ৪ শতাংশ। আর নারীদের আক্রান্তের হার ৩৭ দশমিক ৬ শতাংশ। কিন্তু মৃত্যু হারে এগিয়ে নারীরা। জুলাইর শেষ সপ্তাহর পরিসংখ্যান বলছে; ৪৬ জন নারীর বিপরীতে পুরুষ মারা গেছে ৩৩ জন। 

ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য দু’হাজার ছয়শ’র বেশি শয্যা তৈরি আছে। এই মুহূর্তে হাসপাতালে রোগী ভর্তি আছে ১ হাজার ৯শ ৭৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৭ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৪৯৯।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :