সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, জেলে তার স্বামীর জীবন হুমকির মুখে। এজন্য তিনি সুপ্রিম কোর্টের কাছে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুরুত্বর নোটিশ জাজির আবেদন জানিয়েছেন।আজ শুক্রবার (২৫ আগস্ট) তিনি এই আবেদন করেছেন।
গত ২২ আগস্ট অ্যাটক কারাগারে ইমরান খানের সাথে সাক্ষাত করেন সাবেক এই ফাস্ট লেডি। এরপর তিনি আইনজীবী সাঈদ রিফাকত হুসাইন শাহার মাধ্যমে সুপ্রিম কোর্টে এই আবেদন করেন।
হলফনামায় বুশরা বিবি বলেন, গত মঙ্গলবার জেল কর্তৃপক্ষ অনেক নাটকীয়তা শেষে ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দেয়।
হলফনামায় তিনি ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে আরো বলেন, তার ওজন কমে যাচ্ছে ও বাহুর মাংসপেশী দুর্বল হয়ে যাচ্ছে। যতই দিন যাচ্ছে ততই তার স্বাস্থ্যের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এজন্য তিনি সুপ্রিম কোর্টকে তার স্বাস্থ্যের দিকটি বিবেচনায় দিকে কড়া নোটিশ জারির আবেদন করেন।
এর আগে তিনি পাঞ্জাব সরকারের কাছে লেখা এক চিঠিতে একই রকম উদ্বেগ প্রকাশ করেন। ওই চিঠিতে তিনি বলেন, আমি আশঙ্কা করছি কারাগারে ইমরান খানকে বিষ প্রয়োগ করে হত্যা করা হতে পারে।
তোষাখান দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদ কোর্ট। এরপরই তাকে জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করে আটক কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।