ঢাকা, মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেট্রো ট্রেনের দরজায় শাড়ি আটকে দুর্ঘটনা, নারী নিহত

ভারতে মেট্রো ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন এক নারী। যাতায়াতের সময় ট্রেনের দরজায় শাড়ি আটকে মেট্রোর নিচে পড়ে যান তিনি। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে মারা যান ওই নারী।

দিল্লির ইন্দরলোক স্টেশনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে শনিবার (১৬ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দিল্লির ইন্দরলোক স্টেশনে মেট্রোর দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ওই নারীর পোশাকের একটি অংশ দরজায় আটকে যায়। এই ঘটনার জেরে মেট্রোর নিচে পড়ে যান তিনি। ওই নারী ট্রেন থেকে নামছিলেন নাকি ট্রেনে উঠছিলেন তা এখনো জানা যায়নি। তবে ৩৫ বছর বয়সী ওই নারীর নাম রিনা বলে জানা যায়।

দিল্লি মেট্রোর চিফ পাবলিক রিলেশনস অফিসার অনুজ দয়াল জানিয়েছেন, গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ইন্দরলোক মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটেছে। ওই নারীর শাড়ির একটি অংশ মেট্রোর দরজায় আটকে যায়। এরই জেরে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।

মেট্রো রেলওয়ের নিরাপত্তা কমিশনার এই ঘটনার তদন্ত করবেন বলেও জানিয়েছেন অনুজ দয়াল।

ভিকি নামে নিহত ওই নারী যাত্রীর এক আত্মীয় জানিয়েছেন, ‘ইন্দরলোক মেট্রো স্টেশনে পৌঁছানোর পর ট্রেন পরিবর্তন করার কথা ছিল রিনার। সে সময়ই তার শাড়ি মেট্রোর দরজায় আটকে যায় বলে ধারণা করা হচ্ছে। সেসময় পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, পশ্চিম দিল্লির নাংলোই থেকে মোহন নগরে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন রিনা। প্রায় সাত বছর আগে রিনার স্বামী মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

>>>  মারা গেছে আল-শিফা হাসপাতালের আইসিইউর সব রোগী

এ ঘটনায় দিল্লি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও জানিয়েছে এনডিটিভি।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :