ঢাকা, শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন বাস্তবতায় বাংলাদেশকে পাশে চায় রাশিয়া

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে যখন জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, তখন যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছিল দেশটি। মুক্তিযুদ্ধের পরও দেশ পুনর্গঠনে সহযোগিতা করেছিল সোভিয়েত ইউনিয়ন। ’নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া সৃষ্টির পর থেকেও বাংলাদেশের সাথে জোরালো সম্পর্ক রয়েছে।

রাশিয়ার সহযোগিতায় পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

জোরালো সম্পর্ক সত্ত্বেও গত ৫২ বছরে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেননি। আগামীকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো সফরে আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভিক্টরোভিচ লাভরভ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইউক্রেনে সামরিক অভিযানকে ঘিরে প্রবল চাপের মুখে রয়েছে রাশিয়া।

গত বছর ফেব্রুয়ারির পর  থেকে জাতিসংঘের বিভিন্ন ফোরামে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব উঠেছে। বেশির ভাগ ক্ষেত্রেই বাংলাদেশ সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়া থেকে বিরত থেকেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বৈশ্বিক অঙ্গনে রাশিয়ার এখন বাংলাদেশের মতো দেশগুলোর সমর্থন প্রয়োজন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে ইউক্রেনসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দেশটি তার অবস্থান তুলে ধরে বাংলাদেশের সমর্থন চাইবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো গত সোমবার মস্কোয় নীতি গবেষণা প্রতিষ্ঠান ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশান ক্লাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ সফরের আগে লাভরভ ইন্দোনেশিয়ার জাকার্তায় পূর্ব এশিয়া সম্মেলনে অংশ নেবেন।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো বলেন, ‘জাকার্তা থেকে জি২০ সম্মেলনের জন্য আমরা নয়াদিল্লি যাব। যাত্রাপথে আমরা বাংলাদেশে থামব। রাশিয়ার ইতিহাসে, অন্তত পররাষ্ট্রমন্ত্রীর জন্য বাংলাদেশে এটিই প্রথম সফর।

জাকার্তা, ঢাকা এবং নয়াদিল্লি সফর প্রসঙ্গে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী রুদেনকো বলেন, ‘অবশ্য আমাদের সামনে বড় অনুষ্ঠান এবং চ্যালেঞ্জ আছে। তবে আমরা সেগুলো সফলভাবে মোকাবেলায় প্রস্তুত। এর পাশাপাশি এশিয়াকে আমাদের অনেক কিছু দেওয়ার আছে। আর এশিয়ারও আমাদেরকে অনেক কিছু দেওয়ার আছে।’

পশ্চিমাদেশ গুলোর নিষেধাজ্ঞা

>>>  শিগগিরই ঢাকা সফরের আগ্রহ সৌদি যুবরাজ সালমানের

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে গত বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা ও অস্ট্রেলিয়া রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার আওতায় ওই দেশগুলোতে লাভরভের কোনো সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত করার কথা বলা হয়। সেই নিষেধাজ্ঞা এখনো বহাল আছে।

ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি

সরকারি সূত্রগুলো বলছে, ঢাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২৪ ঘণ্টারও কম সময় অবস্থান করবেন। জাকার্তা থেকে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আগামীকাল সন্ধ্যায় ঢাকায় একটি হোটেলে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন। সেই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সামরিক খাতে সহযোগিতায় চারটিসহ ২০টি চুক্তি এবং সমঝোতার বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার সাথে আলোচনা চলছে। তবে এবারের সফরে চুক্তি এবং সমঝোতা স্বাক্ষরের সম্ভাবনা কম।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আগামী শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। সেদিনই নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে রাশিয়ায় পড়ালেখা করা বাংলাদেশের সাবেক শিক্ষার্থীদের সাথে লাভরভের মতবিনিময়ের কথা রয়েছে।

বাংলাদেশের নিরপেক্ষ অবস্থানের আশা রাশিয়ার

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকোর উপস্থিতিতে গত সোমবার ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশান ক্লাবে আলোচনায় বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের নিরপেক্ষ অবস্থান ও এই থেকে রাশিয়ার প্রত্যাশা ফুটে উঠেছে। ওই ক্লাবের এক প্রকাশনায় বলা হয়েছে, বাংলাদেশ কোনো বিশেষ বলয় বা জোটের সাথে নেই। ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানেও বাংলাদেশের জোটনিরপেক্ষ অবস্থান বা ঢাকার আচরণ বদলায়নি। রাশিয়ার সাথে ঐতিহাসিক সম্পর্কের পাশাপাশি চীনের সাথে নিবিড় সম্পর্ক আছে বাংলাদেশের। এটি বাংলাদেশকে নিরপেক্ষ অবস্থান নিতে এবং রাশিয়ার নিন্দা জানানো থেকে বিরতে থাকা ও আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমস্যা সমাধানের আহ্বান জানাতে বাধ্য করছে।

রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে নিরপেক্ষ ভূমিকা বাংলাদেশের

>>>  সমালোচনার পরও ভারতের গণতন্ত্রের প্রশংসায় বাইডেন

ভালদাই ডিসকাশান ক্লাবের প্রকাশনায় বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে জরুরি অধিবেশন ভোটাভুটিতে অন্তত চারবার বাংলাদেশ প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেনশান’ ভোট দিয়েছে। তবে ইউক্রেনের অখণ্ডতা রক্ষার বিষয়ে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। এর ব্যাখ্যা হিসেবে রুশ প্রতিষ্ঠানটি বলেছে, প্রবল চাপের মুখে বাংলাদেশ ওই অবস্থান নিতে বাধ্য হয়েছে।

এই ছাড়া গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজকে বাংলাদেশে ভিড়তে না দেওয়ার ঘটনা ও পরবর্তী সময়ে পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা কোনো জাহাজ বাংলাদেশে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তও স্থান পেয়েছে ওই প্রকাশনায়। এই বিষয়ে রুশ প্রতিষ্ঠানটি বলেছে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ সহযোগিতা পায়। এই কারণে পররাষ্ট্রনীতিবিষয়ক সিদ্ধান্ত স্বাধীনভাবে নেওয়া কঠিন হয়ে পড়ে। এই ছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা জাহাজ ভিড়তে দিলে বাংলাদেশেরও নিষেধাজ্ঞার শিকার হওয়ার ঝুঁকি থাকে।

জ্বালানি খাতে সহযোগিতার সুযোগ

ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশান ক্লাবের প্রকাশনায় রাশিয়ার সহায়তায় বাংলাদেশে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে, রাশিয়া থেকে বাংলাদেশ সস্তায় জ্বালানি তেল কিনতে চায়। এই ছাড়া বাণিজ্যের বিষয়েও বাংলাদেশের আগ্রহ আছে।

রোহিঙ্গা সংকট

বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাশিয়ার সহযোগিতা চেয়েছিল। কিন্তু রাশিয়া মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের ওপর জোর দিয়েছে। আগামীকাল ঢাকায় বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হতে পারে।

ইউক্রেন সংকটের সমাধান চাইবে ঢাকা

লাভরভের ঢাকা সফরে ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান বের করার জন্য অনুরোধ করবে ঢাকা। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গতকাল মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিশ্বে যেসব জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইউক্রেন সংকটের পর থেকে, সেগুলো নিয়ে আলোচনা হবে। দ্রুত যেন শান্তিপূর্ণ সমাধান বের করে তার জন্য আমরা রাশিয়াকে অনুরোধ করতে পারি।’

>>>  সিরিয়া হামলার পর ইরানকে হুঁশিয়ারি বাইডেনের

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে খাদ্য, সার এবং ফুয়েলের মতো বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের যে সমস্যা আছে আমরা তা তুলে ধরব।’

জোরালো সম্পর্ক প্রকাশে ঝুঁকি

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক পশ্চিমা দেশগুলোর অজানা নয়। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যেভাবে একাট্টা হয়ে নেমেছে, সেখানে রাশিয়ার সাথে জোরালো সম্পর্ক প্রকাশে বড় ধরনের ঝুঁকিও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :