গত শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে একটি স্ট্যান্ড আপ কমেডির পারফরম্যান্সের সময় চীনের সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। সেই সময় কৌতুক অভিনেতা লি নিজের পালিত দুটি কুকুরের কথাকে উল্লেখ করেন। সেনাবাহিনীর আচরণবিধির সাথে কুকুরের আচরণের সাদৃশ্য নিয়ে মন্তব্য করেন তিনি। এতে কর্তৃপক্ষকে প্রচণ্ড বিরক্ত হয়। কমেডি দল সাংহাই জিয়ানজু কালচার মিডিয়া করপোরেশন ও এর কৌতুক অভিনেতা লি হাওসি সেনাবাহিনীকে অপমান করেছেন বলে মনে করছেন কতৃপক্ষ। এরপরেই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় ও লি এর চুক্তিকে বাতিল করা হয়েছে।
লি বলেন, তার পালিত কুকুর দুটি একটি কাঠবিড়ালিকে তাড়া করছিল। এরপরই তিনি বলেন, ‘আপনি অন্য কুকুরদের দেখলে আদর করতে ইচ্ছা করবে আর এই দুই কুকুর আমাকে কেবল এই কথাই কথা মনে করিয়ে দেয়….ফাইট টু উইন, দৃষ্টান্তমূলক আচরণ প্রদর্শন করতে হবে’।
ওই কৌতুক অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। দর্শকশ্রোতাদেরকে এই কৌতুক নিয়ে হাসাহাসি করতে শোনা যায়। কিন্তু সবাই ভালভাবে নেননি। বেইজিং কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করেন ও কৌতুক দলটির বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগে ১৩ লাখ ২০ হাজার ইউয়ান জব্দ করে থাকে ও আরও ১ কোটির বেশি ইউয়ান জরিমানা করেছে।
শুধু তাই নয়, বেইজিংয়ে কৌতুক দলটির কর্মকাণ্ড অনিশ্চিত কালের জন্য বন্ধও করে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কৌতুক প্রতিষ্ঠানটি জরিমানা মেনে নিয়েছে ও লির সাথে তাদের চুক্তিকে বাতিল করা হয়েছে।