ঢাকা, শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ দিনে বঙ্গবন্ধু টানেলে ২ কোটি  টোল আদায়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৩ দিনে মোট চলাচল করেছে ৮৯ হাজার ৩২৮টি যানবাহন। এসব যানবাহনের কাছ থেকে টানেল ব্যবহার বাবদ টোল আদায় করা হয়েছে ২ কোটি ৫ লাখ ৮২ হাজার টাকা।

টোল আদায়ের এই তথ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টানেলে টোল আদায় ও যানবাহন চলাচল প্রতিনিয়ত বাড়ছে।

এদিকে গত ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ছয়টায় সর্বসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়।

টানেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, টানেলে প্রতিদিন যান চলাচল বাড়ছে। সাধারণ যাত্রীদের পাশাপাশি অনেক দর্শনার্থী টানেল দিয়ে চলাচল করছেন। কক্সবাজারগামী কিছু দূরপাল্লার যানবাহনও টানেল দিয়ে চলাচল শুরু করেছে।

>>>  রিজার্ভ আরও কমে ২৯ বিলিয়ন ডলার, ৭ বছরে সর্বনিম্ন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :