ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বদলগাছীতে বঙ্গমাতার জন্মদিনে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিনে নওগাঁর বদলগাছী উপজেলায় দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তা এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ই আগষ্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা শেষে এসব বিতরণ করা হয়।

পরে ৭ জন উপকারভোগী মহিলার মাঝে সেলাই মেশিন প্রদান, ৯ জন দূরোগ্য ব্যাধী ক্যান্সার রোগীর মাঝে ৫০/- হাজার টাকা করে চেক বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত ১০০ জন মহিলার মাঝে ১২ হাজার টাকা প্রদান করা হয়।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন এ-র সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার ইবনে সাব্বির আহমেদের সঞ্চলনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) বদলগাছী মোসাঃ আতিয়া খাতুন বদলগাছী থানার ভারপ্রাপ্ত  অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমানন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরিশেষে, উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন এ-র সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপনী হয়।

>>>  পাহাড়পুরে নারী দেহ ব্যবসায়ীসহ একজন আটক

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :