ঢাকা, রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাসিক ভবনের সামনে বিকট শব্দে ২ বোমার বিস্ফোরণ

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের আগের রাতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ভবনের সামনে এক ঘন্টার ব্যবধানে দুইটি হাত বোমার বিস্ফোরণ ঘটনা হয়েছে। মঙ্গলবার রাতে ঘটানো এ দুইটি হাত বোমার বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে প্রথম হাত বোমার বিস্ফোরণ ঘটনো হয় রাজশাহী নগর ভবনের প্রধান ফটকের সামনে। এরপর রাত সোয়া ১০টার দিকে নগর ভবনের সামনে আরেকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে বোমাগুলো বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী জানান, নগর ভবনের সামনে দুটি হাত বোমার বিস্ফো‘রিত হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হবে।

>>>  অগ্নিঝুঁকিতে গাউছিয়া মার্কেট, চার সংস্থার সুপারিশ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :