জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।
(১৬ ডিসেম্বর)শনিবার দুপুরে বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন বিএসএফের চকগোপাল ক্যাম্প কমান্ডার যাদব প্রসাদকে মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানায়। এই সময় বিজিবি-বিএসএফের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি ক্যাম্প কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, মহান বিজয় দিবস উপললক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়ার পক্ষে বিএসএফের-১৩৭ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে ক্যাম্প কমান্ডার যাদবের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
তিনি আরো বলেন, দু’দেশের বিভিন্ন ধর্মীয় এবং জাতীয় উৎসবে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি এবং বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে।