ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মধ্যেরাতে কুমিল্লায় পার্কিং করা বাসে আগুন

কুমিল্লায় পার্কিং করা অবস্থায় পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ নভেম্বর) রাতে জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোন ঘটনা  হয়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় প্রতিদিনের মতো পাপিয়া ট্রান্সপোর্টের গাড়িগুলো পার্কিং করা হয়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা বাসে আগুন দেখে ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ জানান, পার্কিং করা অবস্থায় পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে আমাদের তৎপরতা অব্যাহত আছে

>>>  ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্তনিহত ৬

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :