রাজধানীর মিরপুর দিয়াবাড়ি নয়তলা ভবনের পাশে রয়েল সিটি গেট এলাকায় ট্রান্স সিলভা পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দিয়েছে দৃর্বত্তরা।
বৃহস্পতিবার(৯ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুনের লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাজধানীর কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে অগ্নি নির্বাপনে কাজ করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, আজ রাত ১১টা ১০ মিনিটে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়।
রাত ১১টা ৩০ আগুন নির্বাপন করা হয়। বাসটি দাঁড়ানো অবস্থায় ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে বা কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।