ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোট কেন্দ্রে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান রুবেলের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ-৩ গৌরীপুর নির্বাচনী এলাকায় সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, কর্তব্যরত আনসার ও পুলিশকে মারধরের ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে।

মামলায় নৌকার সমর্থক সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেল, সাবেক ইউপি মেম্বার মো. শফিকুল ইসলাম শফিক, স্থানীয় মোন্তাজ ওরফে মন্টি ও কসাই হিরণ সহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি/২৪) গৌরীপুর থানায় এ মামলা দায়ের করেন ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নরোত্তম রায়।

মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

প্রিজাইডিং অফিসার ও স্থানীয় সুত্র জানায়, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রোববার বিকেলে ভোট চলাকালীন সময়ে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেলের নেতৃত্বে দৃর্বৃত্ত¡রা হামলা চালায়। তাদেরকে প্রতিরোধ করতে প্রিজাইডিং অফিসারের আদেশে দায়িত্বরত মইলাকান্দা ইউনিয়ন দলনেতা পিসি আজিজুল ইসলাম খান এসময় হাতে থাকা শর্টগান (নং-০৪৪৫১) দুই রাউন্ড রাবার কার্তুজ ছুঁড়েন। হামলাকারীরা পাল্টা অস্ত্রের ভয় দেখিয়ে ভিতরে প্রবেশ করে ব্যবহৃত ও অবব্যহৃত ব্যালট পেপার, সীল ছাড়াও আটটি ব্যালট বাক্স ও আনসারদের লাঠি নিয়ে যায়। বাঁধা দেয়ায় আনসার সদস্য ও দায়িত্বরত পুলিশের সাবইন্সপেক্টর আমিনুল ইসলামকে পিটিয়ে জখম করে। পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে আহত এসআইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ৪টা ১৬ মিনিটে ভোট কেন্দ্র স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার নরোত্তম।

জেলা রিটার্নিং কর্মকর্তা দিদারুল আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সোমবার এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত ভোট কেন্দ্রে আগামী ১৩ জানুয়ারী পুনঃভোট গ্রহনের তারিখ ঘোষণা করেন।

এদিকে এ আসনের ৯১টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি ‘নৌকা’ প্রতীকে ৯৮৫ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা ‘ট্রাক’ প্রতীক। স্থগিত ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৭ ভোট।

>>>  নড়াইলে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মাদক চক্রের ২ সদস্য আটক

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :