ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনায় পরিবারের সদস্যদের অচেতন করে গণধর্ষণ ও লুটের ঘটনায় গ্রেফতার ৩

খুলনায় সস্ত্রীক অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অচেতন করে মেয়েকে ধর্ষণ অতঃপর স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। সর্বশেষ মামলার বাদী উদ্ধারকৃত মালামাল শনাক্ত করেছেন।

বৃহস্পতিবার কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, খুলনার ডুমুরিয়া উপজেলার সুতিনী ফৌজদারের ছেলে গোবিন্দ ফৌজদার(৩০), বটিয়াঘাটার চিত্তরঞ্জন বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস(৩৫), ডুমুরিয়ার প্রশান্ত ফৌজদারের ছেলে ধীমান ফোজদার(৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ ‍ডিসেম্বর রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে যে কোন সময় নগরীর হরিণটানা থানাধীন ঘোলা গ্রামস্থ জনৈক প্রনব কুমার মল্লিকের বাড়িতে ৩জন অজ্ঞাতনামা ব্যক্তিরা দস্যুতা ও গণধর্ষণসহ স্বর্ণালংকার লুণ্ঠন করে। সর্বশেষ লুণ্ঠিত মালামালসহ গণধর্ষণ ও দস্যুতায় জড়িত ওই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

>>>  সাভারে কাউন্সিলরের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটানোর অভিযোগ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :