ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোমবারের সমাবেশ বাতিল করলো আওয়ামী লীগ

আগামীকাল সোমবার (৩১ জুলাই) পুরোনা বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের ডাকা সমাবেশ বাতিল করা হয়েছে। আজ রোববার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়। 

এদিকে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আজ (৩০ জুলাই) সারাদেশে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। 

উল্লেখ্য, সোমবার (৩১ জুলাই) বিএনপিও সারাদেশে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আমরা আগামী রোববার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি আগামীকাল আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাই তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না। যার কারণেই ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।

>>>  যুদ্ধ নয়,শান্তি চাই : শেখ হাসিনা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :