মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর নির্বাচনী সংক্রান্ত বর্ধিত কর্মী সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা মার্কা প্রতীকের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুর রহমান শহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. আকরাম খান, সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন, মো. ছালিক আহমেদ, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন ফয়েজ, সাবেক যুবলীগ নেতা আবুতালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, সম্পাদক ছালেহ আহমদ চৌধুরী প্রমুখ। সভায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।