নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে এক সময়ের যোগাযোগ বিচ্ছিন্ন নৌকা নির্ভর অঞ্চলগুলোতে আধুনিক মানের যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। বর্তমানে আত্রাই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চলের মানুষরা চোখের পলকেই এক স্থান থেকে অন্যস্থানে যেতে পারছেন। কৃষিতে আধুনিকতার ছোঁয়ার কারণে আজ কৃষকরা কৃষি পন্যের নায্য মূল্য পাচ্ছেন। মানুষের জীবনমানে লেগেছে আধুনিকতার পরশ। এখন আর কোন মানুষকে না খেয়ে থাকতে হয় না। দেশের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে ১৭টি বিষয়ে ভাতা ও সুবিধা প্রদান করা হচ্ছে। দেশ বর্তমানে উন্নয়নের যে অগ্রযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে চলেছে সেই চাকাকে আগামীতেও সচল রাখতে নৌকা প্রতিকের বিজয়ের কোন বিকল্প নেই। তাই আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো উন্নয়নের সরকার আ’লীগকে বিজয়ী করতে নৌকা প্রতিকে ভোট দেয়ার প্রতি তিনি বিনীত অনুরোধ জানান।
তিনি সোমবার নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সংলগ্ন কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, মমতাজ বেগম, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক প্রমুখ। এছাড়াও ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল কাসেম, সম্পাদক মানিক খাঁন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও হাটকালুপাড়া ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ভোঁপাড়া ইউনিয়নের মোট ৫হাজার ৪শতজন উপকার ভোগীরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন বিষয়ে ভাতার সুবিধা, টিসিবি, ভিজিডি/ভিডব্লিউবি সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সুবিধা গ্রহণ করে আসছে। এছাড়াও প্রতিনিয়তই নতুন করে যোগ্য সেবাগ্রহীতাদের সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন সুবিধার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল।
অনুষ্ঠানে ইউনিয়নের উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় সাত হাজার লোকজন সভায় অংশগ্রহন করে। সভায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচীর বিভিন্ন ভাতাভোগীরা ভাতা পেয়ে কতটুকু উপকৃত হয়েছেন, ভাতা পাওয়ার পর তাদের জীবন-যাপনের কথা এবং আগামীতে আরো কি কি করলে তারা আরো ভালো থাকতে পারবেন এবং অন্যান্য বিষয়ে সুবিধাভোগীদের মতামতও শোনেন সাংসদ হেলাল।