আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে সিল মারা ঠেকাতে ভোটের দিন সকালে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে কেন্দ্রে কোন সিসি ক্যামেরা রাখা হবে না। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।
রবিবার(৬ আগস্ট) সন্ধায় নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এমন পরিকল্পনার কথা জামিয়েছেন।
মোঃ আলমগীর বলেন, ‘এবারও ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। আগেও যেভাবে নির্বাচন হয়েছে, এবারও সেভাবেই হবে। ব্যালট নির্বাচনে যাতে কোনো রকম অপব্যবহার না হতে পারে সেই জন্য আমাদের কিছু কৌশল আছে, সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব। আমরা দায়িত্ব নেওয়ার পরে নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠাই।
তিনি আরও বলেন, ‘যতগুলো নির্বাচন ব্যালটে করেছি, এভাবেই সকালে ব্যালট পাঠানো হয়েছে। আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এমন ধরনের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
যেগুলোতে সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব সেগুলোকে চিহ্নিত করা এবং যেখানে পাঠানো সম্ভব নয়, সেখানে আমরা বিশেষ ব্যবস্থায় রাতে ব্যালট পেপার পাঠাব। রাস্তায় যেন কোনো রকম মিসইউজ বা ছিনতাই না হতে পারে সেই ব্যবস্থা কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কাজী হাবিবুল আউয়ালের বর্তমান নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনায় উল্লেখ করে, ‘ব্যালটে ভোট হলে কেন্দ্র দখল করে ভোটের আগে ইচ্ছামতো বাক্সে ব্যালট ভর্তি সম্ভব। কিন্তু ইভিএমে এ ধরনের অন্যায় করার কোন সুযোগই নেই।’
নির্বাচন কমিশন আগের পরিকল্পনা অনুসারে ইভিএমে এর নির্বাচনের ভোট গ্রহণ করতে পারছে না।
ব্যালটের মাধ্যমেই নির্বাচন হতে যাচ্ছে। এই ছাড়া সম্প্রতি কিছু সিসি ক্যামেরার মাধ্যমে ভোট পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের কাছ থেকে এমন ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি।