ঢাকা, রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহী-৬ এ শাহরিয়ার-রায়হানসহ ৭ জনের প্রার্থীতা বৈধ

রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে সাতজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ও বৈধ ঘোষণা করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ।

তিনি জানান, রাজশাহী-৫ আসন থেকে নয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দুইটি বাতিল করা হয়েছে। আর সাতজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসার বলেন, স্বতন্ত্র প্রার্থী খায়রুল ইসলাম যে স্বাক্ষরযুক্ত যে ভোটার তালিকা দিয়েছেন তাদের মধ্যে নয়জনের তথ্য সঠিক নয়। অপর স্বতন্ত্র প্রার্থী ইসরাফীল বিশ্বাস মনোনয়নপত্রের সাথে সমর্থকসূচক স্বাক্ষর পর্যাপ্ত ছিলনা।

এছাড়াও এ আসনের বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি রায়হানুল হক রায়হান, বিএনএম এর প্রার্থী আব্দুস সামাদ, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টির রিপন আলী, এনপিপির মোহসীন আলী, জাসদের জুলফিকার মান্নান জামি।

>>>  ‘তারেক জিয়াকে দেশে আনতে টিকেটের ব্যবস্থা করবে ছাত্রলীগ’

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :