ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোনয়ন ফরম চেয়েও সংগ্রহ করেননি জাপার রওশন

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের তিনটি মনোনয়ন ফরম নিতে চেয়েছেন।

আজ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সময় থাকলেও এই ফরমগুলো সংগ্রহ করেননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক (চুন্নু)।

একটি নিজের জন্য, বাকি দুটি তার ছেলে রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ) এবং ময়মনসিংহের দলের নেতা কে আর ইসলামের জন্য জন্য মনোনয়ন ফরম চেয়েছেন রওশন।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষকের রাজনৈতিক সচিব গোলাম মসিহ জানিয়েছেন, রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের অপেক্ষায় আছেন। দু-এক দিনের মধ্যে এই সাক্ষাৎ হতে পারে।  

এদিকে আজ দ্বিতীয় দিনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। আজ সাক্ষাৎকার নেওয়া হয় খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের। সাক্ষাৎকার নেওয়ার মাঝামাঝি সময়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মুজিবুল হক।

মুজিবুল হক বলেন, ‘দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ গতকাল আমাকে গতকাল ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। তিনি তার নিজের জন্য, পুত্র সাদ এরশাদ ও কে আর ইসলামের জন্য তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন। তবে তিনি ফরম সংগ্রহ করেননি।’ 

এদিকে, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষকের রাজনৈতিক সচিব গোলাম মসিহ বিকেলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের অপেক্ষায় আছেন। দু-এক দিনের মধ্যে এই সাক্ষাৎ হতে পারে।  

গোলাম মসিহ বলেন, রওশন এরশাদের অনুসারী মসিউর রহমান রাঙ্গাসহ বেশ কয়েকজনের মনোনয়নের বিষয় রয়েছে। এখন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পরই রওশন এরশাদ নিজের এবং অনুসারীদের মনোনয়নের দলীয় ফরম নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

>>>  পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সতর্ক করল অনুসন্ধান কমিটি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :