বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে সবকিছু স্বচ্ছভাবে করে আসছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।
রোববার নির্বাচন ভবনের অনলাইনে মনোনয়নপত্র জমা এবং ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ সংক্রান্ত দুটি অ্যাপ উদ্বোধন করার সময় তিনি এসব দাবি করেন।
অ্যাপ উদ্বোধনের সময় নির্বাচন কমিশনাররা বলেন, এই অ্যাপের মাধ্যমে অধিকতর জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।
ইসি মো. আনিছুর রহমান বলেন, এই অ্যাপসের মাধ্যমে অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে। এর আগে সশরীরে মনোনয়ন জমা দিতে এসে অনেক লোকসমাগম হতো এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতো। এসব কারণেই আমরা একটা অনলাইন সিস্টেম চালু করেছি। এতদিন এটা অনলাইনে ট্রায়ালে ছিল। বেশ কয়েকটা উপনির্বাচনে এবং স্থানীয় সরকারের নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা ট্রায়ালে ছিল।
তিনি বলেন, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ এর ফলে কার ভোটার নম্বর কত, কোন কেন্দ্রে ভোট দিতে হবে এগুলোর আর দরকার হবে না। এই অ্যাপে জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিয়েই রেজিস্ট্রেশন করতে পারবে। এই অ্যাপ অধিকতর জবাবদিহিতা এবং স্বচ্ছতার টুল হিসেবে ব্যবহার হবে।
এই ছাড়াও এ অ্যাপে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম জানা যাবে। এ অ্যাপে প্রার্থী, সমর্থক এবং ভোটাররা আগেভাগেই জানতে পারবেন- যোগ করেন নির্বাচন কমিশনার।