নওগাঁর বদলগাছীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির ডাকে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ (৩১ জুলাই) সোমবার উপজেলা ডাকবাংলো মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ডাকবাংলো চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীরা বিএনপি জামাতের অগ্নি সংযোগ বন্ধের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে বদলগাছী উপজেলা প্রাঙ্গণ।
বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু খালেদ বুলু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্যনিবাহী সদস্য সহ অন্যান্যরা।