বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৭আগস্ট) দুপুর ১২ টায় নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়।এরপর বদলগাছী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জনি আলমের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন এবং ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান এর হাতে স্মারকলিপি হস্তান্তর করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বজলুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মেহেদী হাসান সবুজ সহ অন্যান্যরা।