আ’ লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা হবে। ভয় পাওয়ার কিছু নেই। কাল অপশক্তিকে সাহস নিয়ে রুখে দিতে রাস্তায় দাঁড়াতে হবে। আগামী জানুয়ারিতে ফাইনালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।
সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হারানোর বেদনা ভুলে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ১৫ বছরে দেশ অনেক বদলে গেছে। এই রূপান্তরের সত্যিকারের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর মানুষ বহু কিছু পেয়েছে। শুধু দু’একটি নদী খনন প্রয়োজন। আগামী দিনে শেখ হাসিনা ক্ষমতায় আসলে সবকিছু হবে।
ওবায়দুল কাদের আরও বলেন, খেলা হবে, খেলা হবে সুন্দরবনে। খেলা হবে ফরিদপুরে, খেলা হবে সারাদেশে। কোয়াটার ফাইনাল খেলা হয়েছে, এখন সেমিফাইনাল খেলা হবে। আপনারা প্রস্তুত আছেন তো? খুলনায় আ’ লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।